কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

Looks like you've blocked notifications!
আগুনের ঘটনায় পুড়ে যাওয়া বাস। ছবি : এনটিভি

কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) জেলার দেবিদ্বার উপজেলায় বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, শনিবার দিনগত রাত ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিশা পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে বাসের মালিককে খবর দেয়। 

বাস মালিকের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ভানী পুলিশ ক্যাম্প ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় পুলিশ। 

ওসি নয়ন মিয়া জানান, বাসের একটি জানালা খোলা থাকায় ওই দিক দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।