সুপ্রিম কোর্টে আলোচিত যত ঘটনা

Looks like you've blocked notifications!

নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনের মতো প্রভাব পড়েছিল উচ্চ আদালতেও। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই সহিংসতা দিয়ে বছরের প্রথম তিন মাসেই সংকট তৈরির পর বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে মামলা- গ্রেপ্তারের পর আদালত অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে। বছরের মধ্যপথে রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে রিট খারিজ, রিটকারীকে লাখ টাকা জরিমানা, প্রধান বিচারপতির বিদায়, নতুন প্রধান বিচারপতির শপথ, কক্সবাজারের বিচারককে তলব, অপর এক বিচারককে সাজা, সবমিলিয়ে সারা দেশের মানুষের নজর ছিল বিচারক অঙ্গনের দিকে।  

এ ছাড়া, ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বছরের শেষ সময়ে হাইকোর্টের এক বিচারপতির এই মন্তব্যে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। একইভাবে দেশের বিভিন্ন জেলার আইনজীবীনেতাকে তলব করে ভর্ৎসনা সহ বিদায়ী ২০২৩ সাল কেটেছে আলোচনা-সমালোচনার মাধ্যমেই। নতুন বছরে রাজনৈতিক মুক্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রত্যাশার প্রত্যয় আইনজীবী বিচারপ্রার্থীদের।   

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতা

বিদায়ী বছরের শুরুতে আলোচনায় ছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনে বিএনপি ও আওয়ামী প্যানেল নির্বাচনে এলেও, শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের তফসিল ঘোষণার পর পাল্টাপাল্টি নির্বাচনি উপকমিটি ঘোষণা করা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরীকে মেনে নিলেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। দুই পক্ষই ঐকমত্যের ভিত্তিতে তাঁকে আহ্বায়ক হিসেবে মেনে নিয়েছিল।  মনসুরুল হক পদত্যাগ করলে পরদিন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচন পরিচালনার উপকমিটির আহ্বায়ক হিসেবে মো. মনিরুজ্জামানকে মনোনীত করেন। এরপর সেদিন বিএনপি–সমর্থিত আইনজীবীরা এ এস এম মোকতার কবির খানকে আহ্বায়ক মনোনীত করেন। 

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী মনোনীত আহ্বায়ক নির্বাচনের রাতে নির্বাচনের কার্যক্রম শুরু করতে সমিতির তিনতলার সম্মেলনকক্ষে গেলে এতে আপত্তি জানান বিএনপিপন্থি আইনজীবীরা। এ নিয়ে হইচই, হট্টগোল শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর রেশ ভোটের প্রথম দিনে দেখা যায়। নির্বাচন পরিচালনা–সংক্রান্ত কোন উপকমিটির মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ হবে—এমন প্রশ্নে তর্কে জড়ায় দুই পক্ষ। এর কিছুক্ষণ পর পুলিশ গিয়ে আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়ে সমিতির মিলনায়তন (ভোটকেন্দ্র) থেকে বের করে দেয়। পুলিশের হামলায় আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর দুইপক্ষের মিছিল, স্লোগান, ধাক্কাধাক্কি ও পাল্টা ধাওয়ার মধ্যেই বিএনপিপন্থি আইনজীবীদের অংশগ্রহণ ছাড়াই ভোটগ্রহণ চলে। নির্বাচনের দুই দিন সেখানে কোনো নির্বাচনি পরিবেশ ছিল না, ছিল সংঘাতের পরিস্থিতি। পাল্টাপাল্টি মিছিল-স্লোগান, বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি, আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, সবমিলিয়ে সুপ্রিম কোর্ট এলাকা ছিল রণক্ষেত্র।  

দ্বিতীয় দিনেও  দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মিছিল-স্লোগান ও ধাক্কাধাক্কি হয়।  নির্বাচন  ছিল ‘একতরফা’। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাসে এ রকম নির্বাচন ও নির্বাচনের সময় এ রকম পুলিশি তৎপরতা এর আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী। দুদিন পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলে  (২০২৩-২৪) সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা। নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর। নির্বাচন বর্জন করে বিএনপিপন্থি আইনজীবীরা। 

রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে রিট খারিজ, রিটকারীকে লাখ টাকা জরিমানা

চলতি বছরে সাবেক রাষ্ট্রপতির বিদায়ের পর ১৮ মে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ করে সরকার। পরে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে এমন জরিমানা করা হয়। পরে আপিল বিভাগের এ আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন রিটকারী। গত ১৮ মে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে এমন জরিমানা করা হয়। 

নতুন প্রধান বিচারপতি নিয়োগ

বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যান। পরে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সংবিধানে আছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী (হাটনাইয়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আখলাকুল হোসাইন আহমেদ, মায়ের নাম বেগম হোসনে আরা হোসাইন। তার বাবা আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধানে স্বাক্ষর করেন। তার অনুজ সাজ্জাদুল হাসান বর্তমানে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য। সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিবহণ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। 

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : উচ্চপর্যায়ের কমিটি গঠন

বিদায়ী বছরের আরও এক আলোচিত ঘটনা ছিল ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যু। গত ৫ এপ্রিল নওগাঁয় র‍্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ওই ঘটনায় জড়িত র‌্যাব সদস্যদের দায়িত্ব থেকে আপাতত সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

বিনামূল্যে চিকিৎসা নাগরিকের মৌলিক অধিকার

গত ১৪ নভেম্বর হাইকোর্ট যুগান্তকারী এক রায়ে বলেন, বাংলাদেশ নামক এ রাষ্ট্রের মালিক জনগণ। প্রত্যেক নাগরিককে তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার প্রদানের নিমিত্তে আমরা ঘোষণা করছি যে, বাংলাদেশের প্রতিটি নাগরিকের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সুবিধা পাওয়া তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। তেমনি বিনামূল্যে ভেজালমুক্ত তথা নির্ভেজাল ওষুধ পাওয়াও প্রতিটি নাগরিকের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার মন্ত্রিপরিষদ সচিবকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। কমিটিতে জেলা জজ পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে রাখতে বলা হয়। একজন সচিবের নেতৃত্বে এ কমিটি গত আগস্ট মাসে প্রতিবেদন দাখিল করে। তবে, প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেননি হাইকোর্ট। আদালত এ বিষয়ে রুল শুনানির দিন ধার্য করেন। 

ভেজাল প্যারাসিটামল সেবন করে মৃত্যুর ঘটনায় ১০৪ শিশুর পরিবারকে ক্ষতিপূরণের রায়ে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা  দেন।

বিচারককে কারাদণ্ড

বিদায়ী বছরের ১২ অক্টোবর আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন হাইকোর্ট। বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সোহেল রানাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়। এটা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। একই দিন দুপুরে হাইকোর্টের একই বেঞ্চ তাকে জামিন দেন। সন্ধ্যায় বিচারকের সাজা স্থগিত করেন চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম। সাজার বিরুদ্ধে বিচারকের আপিলের শুনানি শেষ হয়েছে। বর্তমানে আপিল বিভাগে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান। গত ৩০ মে হাইকোর্ট এক রায়ে বলেন, ‘রাজনীতিবিদরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার লক্ষ্যে রাজনীতিতে জড়িত হন। রাজনীতি জনগণ ও দেশের কল্যাণের জন্য এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ। তাই রাজনীতিবিদরা সম্পদের রক্ষক হবেন, তারা ভক্ষক হতে পারেন না।  গত ৩০ মে হাইকোর্ট এক রায়ে বলেন, ‘রাজনীতিবিদরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার লক্ষ্যে রাজনীতিতে জড়িত হন। রাজনীতি জনগণ ও দেশের কল্যাণের জন্য এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ। তাই রাজনীতিবিদরা সম্পদের রক্ষক হবেন, তারা ভক্ষক হতে পারেন না।’

আদালত বলেন, বৈধ ব্যবসা ও অন্যান্য পেশার আশ্রয় নিয়ে অর্থ ও সম্পত্তি অর্জনের অনেক উপায় রয়েছে। তবে, অর্থ উপার্জনে রাজনীতি কোনো পেশার আওতায় আসতে পারে না। দুর্নীতির মামলায় বিএনপিনেতা টুকু-আমান দম্পতির সাজা বহালের রায়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। 

দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি সংসদ নির্বাচনে অযোগ্য

চলতি বছরে দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদায়ী বছরের ২২ অক্টোবর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত করে এ রায় দেন হাইকোর্ট।

রায়ে আদালত বলেন, সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে আপিলকারীদের সাজা স্থগিত করার কোনো সুযোগ নেই। দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ২২ অক্টোবর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত করে এ রায় দেন হাইকোর্ট।

মাকে অভিভাবকের স্বীকৃতি

বছরের শুরুতে ২৪ জানুয়ারি শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত ফরম (এসআইএফ) সংশোধনের মাধ্যমে ‘বাবা’ অথবা ‘মা’ অথবা আইনগত অভিভাবকের নাম যুক্ত করতে নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এ রায়ের ফলে তিনজনের যেকোনো একজনের নাম দিয়ে শিক্ষার্থীর ফরম পূরণ করা যাবে। সব ফরম সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) পর্যায়ে বাবার নাম না দিয়ে মায়ের নাম দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণের সুযোগ নিয়ে ১৪ বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আবেদনকারীদের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বলেন, এ রায়ের ফলে মায়ের অধিকারও আংশিক প্রতিষ্ঠিত হলো। আর মা-বাবার পরিচয়হীন যেকোনো শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত হলো।

‘বাবার পরিচয় নেই, বন্ধ হলো মেয়ের লেখাপড়া’— শিরোনামে ২০০৭ সালের ২৮ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ ও নারীপক্ষ ২০০৯ সালে ওই রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ আগস্ট রুলসহ আদেশ দেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির নেতাদের তলব

চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। বিদায়ী বছরে দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’— এক বিচারপতির এমন মন্তব্যে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট। আদালত তাদের উদ্দেশে বলেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ গত ১০ অক্টোবর বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ মন্তব্য করেন। একই ঘটনায় খুলনা বার সভাপতি, পিরোজপুরের বার সভাপতি, নীলফামারী ও কুষ্টিয়া বারের সভাপতি-সম্পাদককে তলব করেন হাইকোর্ট। বিচারকদের সঙ্গে খারাপ আচরণের কারণে আদালত কঠোরভাবে ভর্ৎসনা করেন আইনজীবী নেতাদের। 

বিচারপতির মন্তব্যে তোলপাড়

রাজনৈতিক অঙ্গনে বিএনপি-আওয়ামী লীগের আন্দোলন যখন উত্তাপ ছড়াচ্ছিল ঠিক তখনই বিদায়ী বছরে এক মামলায় শুনানিকালে এক বিচারক ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’— এক বিচারপতির এমন মন্তব্যে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট। ১০ অক্টোবর বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ মন্তব্য করেন। শুরুতে আদিলুর-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে যান। তিনি বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, ‘আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখনই লাফ দিয়ে উঠছেন কেন?’এরপর আসামিদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

হিন্দু নারীর ডিভোর্সের অধিকার দিতে রুল

বিদায়ী বছরের ১৪ মে হিন্দু বিবাহ আইনে নারীদের ডিভোর্সের অধিকার, সম্পত্তিতে উত্তরাধিকার কেন দেওয়া হবে না— জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হিন্দু বিবাহ আইন বিয়ে রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

এর আগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্টসহ নয়টি সংগঠন হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিত করতে ও হিন্দু বিবাহ আইনের অসংগতি দূর করতে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে। 

ক্রিকেটের ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে রুল

বিশ্বকাপ চলাকালীন সময় বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ দায়ের করার নির্দেশ কেন দেওয়া হবে না— জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি প্রেসিডেন্টকে রুলের জবাব দিতে বলা হয়।

বিদায়ী বছরের ৮ নভেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান। এর আগে বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহার করতে রিট দায়ের করা হয়। 

বিচারপতিকে নিয়ে কটূক্তি : বিএনপিনেতার কারাদণ্ড

চলতি বছরের ২১ নভেম্বর বিচারপতি মো. আক্তারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার মামলায় বিএনপিনেতা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, ‘হাবিবুর রহমান দেশের জনগণের কাছে ভুল মেসেজ দিয়েছেন। বিচার বিভাগকে তিনি হেয় করেছেন। এ অবস্থায় আদালত চোখ বন্ধ করে থাকতে পারেন না। কোর্টকে কবর দেওয়া মানে দেশকে কবর দেওয়া’ বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্সকে তলব

বিদায়ী বছরের ২০ নভেম্বর আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের একজন সচিবকে তলব করেন আপিল বিভাগ। তারা হলেন- আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। গত ৪ ডিসেম্বর তারা সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

বিএনপির ৭ শীর্ষ আইনজীবীনেতাকে তলব

বিদায়ী বছরের ১৫ নভেম্বর আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় তার ব্যাখ্যা দিতে বিএনপির সাত আইনজীবীনেতাকে তলব করেন আপিল বিভাগ। আগামী ১৫ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সাত আইনজীবীনেতা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। 

অবসরের তিন বছর আগে নির্বাচন করা যাবে না

চলতি বছরে এক রায়ে অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক ও সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না— এ মর্মে জারি করা রুল খারিজ করেন হাইকোর্ট। ফলে সামরিক-বেসামরিক ও সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছর পার না হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। গত ৪ ডিসেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশের ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গত ৭ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। আগামী বছরের জানুয়ারি মাসে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে।