ময়মনসিংহে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় মিলেছে

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের শম্ভুগঞ্জে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন। ছবি : এনটিভি

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রেন-ট্রাক দুর্ঘটনায় হতাহতদের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা করে সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জে রেলক্রসিংয়ে বালুবোঝাই ড্রামট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা দুইযাত্রী, ট্রাকের চালকসহ চারজন নিহত হন। আহত হন আরও দুজন।

নিহতরা হলেন, ট্রাকচালক ত্রিশাল থানার বৈলর গ্রামের সজীব (২৪), ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা যাত্রী নেত্রকোনা জেলার দুর্গাপুরের টিটু (১৪) এবং বারহাট্টার রফিকুল (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুর্ঘটনার পর গৌরীপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়ে।

ঘটনা তদন্তে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা করে সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ও ময়মনসিংহ জংশন স্টেশনের সুপার নাজমুল হক এই খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে গৌরীপুর থেকে ঢাকাগামী বলাকা কমিউটার শম্ভগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।