মাদারীপুরের ডাসার থানার ওসি প্রত্যাহার 

Looks like you've blocked notifications!
মাদারীপুরের ডাসার থানার ওসি কামাল হোসেন। ছবি : এনটিভি

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

কোন অভিযোগে ওসিকে প্রত্যাহার করা হয়েছে তা সুস্পষ্ট বলা হয়নি। নতুন ওসি যোগদানের বিষয়টিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে জেলা পুলিশ। 

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ডাসার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি যোগদানও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মারুফুর রশিদ খান জানান, প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে মাদারীপুরের ডাসার থানার ওসি মো. কামাল হোসনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।