গুলিতে ভুবনের মৃত্যু, তদন্ত প্রতিবেদন ৩০ জানুয়ারি

Looks like you've blocked notifications!

গুলিবিদ্ধ হয়ে ভুবন চন্দ্র শীল নিহতের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে ঘিরে ধরে চারটি মোটরসাইকেলে আসা সাত-আটজন যুবক। এ সময় দৌড়ে পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অপরদিকে, অফিস থেকে আরামবাগের মেসে ফিরছিলেন ভুবন চন্দ্র শীল। তেজগাঁও এলে তিনি সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন। ঘটনার আট দিন পর রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

নথি থেকে জানা গেছে, এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় সাত-আটজনকে আসামি করে মামলা করেন। 

ভুবন শীল আরামবাগের বাসায় একাই থাকতেন। তার স্ত্রী রত্না একমাত্র মেয়েকে নিয়ে থাকেন নোয়াখালীর মাইজদীতে। রত্না মাইজদীর একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের মেয়ে ভূমিকা চন্দ্র শীল সদ্য এসএসসি পাস করেছে।