ঢাবি ছাত্রদলের সভাপতিসহ দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

Looks like you've blocked notifications!
ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সভাপতি ওমর ফারুক মামুন। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি খোরশেদ আলম সোহেলসহ দুই নেতাকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অপরজন হলেন ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সভাপতি ওমর ফারুক মামুন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার কিছু পরে এই দুই নেতাকে তাদের নিজ নিজ বাসা থেকে ডিবি পরিচয় দিয়ে কিছু লোক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘এক দফা দাবিতে বিএনপি ঘোষিত চলমান গণতান্ত্রিক আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দিয়ে নির্বিচারে গণতন্ত্রকামী ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষককে গ্রেপ্তারের হিড়িক চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল (বুধবার) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি ওমর ফারুক মামুনকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গেছে।’

আরিফুল ইসলাম বলেন, ‘আজকে রাষ্ট্র যখন ফ্যাসিবাদী শাসকের কবলে, তখন রাষ্ট্রীয় বাহিনী সরকারের দোসর হিসেবে কাজ করছে। চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা এখনও কারাগারে বন্দি।’

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা পুলিশের এহেন ন্যাক্কারজনক গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দলীয় সব কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করব। ডিবি পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে ধরে মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শান্তিপূর্ণভাবে প্রতিটি কর্মসূচি পালন করছে, কোনোরকম সহিংসতার সঙ্গে জড়িত নয়।’