সব মানুষের আয় বেড়েছে : হানিফ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ আজ বৃহস্পতিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা কোটিপতি’ টিআইবির এমন প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, সব মানুষের আয় বেড়েছে। তার মানে এই নয় যে সবাই দুর্নীতি করেছে। এমপিদেরও আয় বেড়েছে, সম্পদ বেড়েছে, সবারই ব্যবসা-বাণিজ্য আছে। তার মানে এই নয় যে তারা দুর্নীতি করেছে। না জেনে এসব কথা তুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে নৌকার নির্বাচনি প্রচারে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ সব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রসঙ্গে বিএনপি কথা বলার অধিকার হারিয়েছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এই নির্বাচনে বেশি মানুষ অংশ নেবে।’

পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন মাহবুবউল আলম হানিফ।