সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গোডুবি

Looks like you've blocked notifications!
সুন্দরবনের শিবসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে এই কার্গো জাহাজ ডুবে গেছে। ছবি : এনটিভি

সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার দুপুরে শিবসা নদীর ডুবো চরে আটকে পড়ে তলা ফেঁটে ডুবে যায় জাহাজটির।

ওই সময় জাহাজটিতে থাকা ১২ স্টাফ ও কর্মচারী সাঁতরিয়ে তীরে উঠে যান। 

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে এক হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে এম ভি ‘গারোহেরা’ সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে আসছিল। পথিমধ্যে আজ দুপুর ২টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেঁটে ঘটনাস্থলে ডুবে যায় জাহাজটি।

এ সময় দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ স্টাফ-কর্মচারী সাঁতরিয়ে তীরে উঠে আসেন। ভারত থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে এ জাহাজ মোংলা বন্দরের শিল্পাঞ্চলে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে আসছিল।

এদিকে এ কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্ক দেখা দিয়েছে বলেও জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা মাঈনুল ইসলাম মিন্টু।