ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজন নিহত

Looks like you've blocked notifications!

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজন নিহত হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে ঘটেছে এ ঘটনা। ওই উপজেলার চন্ডিপাশা এলাকায় একটি টিনশেড বাড়ি বিদ্যুতায়িত হলে নিহত হন জামাল উদ্দিন (৩৫), তার মা ও দুই মেয়ে।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ চারটি উদ্ধার করেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ আজ বিকেল সাড়ে ৫টার দিকে এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন।

জামাল উদ্দিনের নিহত মায়ের নাম আনোয়ারা খাতুন (৫০)। এ ঘটনায় নিহত তার দুই মেয়ে হলো—ফাহমিদা ইসলাম ফারজানা মনি (৬) ও ফারিয়া ইসলাম আনিকা (৪)।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে জামাল উদ্দিন বাড়িতে অটো চার্জার খোলার সময় বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গেলে মা আনোয়ারা খাতুন বিদ্যুতায়িত হন। এ সময় জামালের দুই মেয়ে অটো স্পর্শ করলে তারাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণকৃষ্ণ পাল বলেন, ঘটনা শুনে তিনি এলাকার চেয়ারম্যানকে পাঠিয়েছিলেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।