ইনানী থেকে পর্যটক নিয়ে প্রথমবারের মতো জাহাজ গেল সেন্টমার্টিন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/31/enani.jpg)
কক্সবাজারে পর্যটন শিল্পের নতুন দ্বার উন্মোচন হয়েছে। পর্যটকবাহী জাহাজ চলতে শুরু করেছে ইনানী থেকে সেন্টমার্টিনে। আজ রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে প্রথমবারের মতো ইনানী সৈকত থেকে সেন্টমার্টিনে গেছে জাহাজটি।
কক্সবাজার ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর জানান, এমভি ‘কর্ণফুলী এক্সপ্রেস’ নামের জাহাজটি ইনানীতে বাংলাদেশ নৌ বাহিনীর জেটিঘাট থেকে নিয়মিত চলাচল করবে। তিনি আরও জানান, আগে থেকেই টেকনাফ থেকে সেন্টমার্টিন, চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন এবং কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল করে আসছে। এর মধ্যে ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ শহরের বাঁকখালী নদীর ঘাট থেকে চলাচল করত। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি নিয়ে এই জাহাজ এখন ইনানীর নৌ বাহিনী জেটিঘাট থেকে সাগর পথে সেন্টমার্টিনে চলাচল করছে।
হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘রোববার সকাল সাড়ে ৯টায় জাহাজটি প্রথমবারের মতো ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। এটি দুপুর সাড়ে ১২টা নাগাদ সেন্টমার্টিনে গিয়ে পৌঁছায়। এটি আবারও বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ইনানী জেটিতে পৌঁছায়।’
কর্ণফুলী জাহাজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ রশিদ বলেন, ‘এই জাহাজটি ৭৫০ জন ধারণক্ষমতা সম্পন্ন। জাহাজটিতে দ্বীপে আসা ও যাওয়ার ক্ষেত্রে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার ২০০ টাকা পর্যন্ত। পর্যটকরা মেরিন ড্রাইভ হয়ে সমুদ্র উপভোগ করে সকালেই সমুদ্র পথে যাত্রা দিতে পারবেন প্রবাল দ্বীপে। সাগরের সৌন্দর্য উপভোগ করবেন। ফেরার সময় উপভোগ করতে পারবেন সূর্যাস্তের দৃশ্য, যা পর্যটকদের আলাদা আনন্দ দেবে।’
জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক নৌ মহড়া প্রদর্শনের জন্য ইনানী সৈকতে নৌ বাহিনী এই জেটি নির্মাণ করে। সমুদ্র নিরাপত্তার জন্য নৌ বাহিনীর অধীনে ইনানীর এই জেটিটি পরিচালিত হয়ে আসছে।