ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শাহ আলম ওরফে কালু (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ বলেন, দুপুরে অসুস্থ হয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কি মামলায় সে কারাগারে হাজতি হিসেবে ছিলেন, সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম আজমত আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবেন।