গুপ্তহত্যা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সচিবালয়ে আজ রোববার নিজ দপ্তরে ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : এনটিভি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে নাশকতার কোনো তথ্য নেই। তবে কেউ গুপ্তহত্যার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা রোধে সতর্ক রয়েছে।

আজ রোববার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতার মধ্য দিয়েই বিএনপির জন্ম। তারা নাশকতা করতে পারে। এসব বিষয় নিয়ে আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। গোয়েন্দা বাহিনী সজাগ আছে বলেই, তারা সমাজে তেমন প্রভাব ফেলতে পারেনি।

‘নির্বাচন প্রতিহত করতে বিএনপি গুপ্তহত্যা চালাতে পারে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) আমাদের পার্টির সাধারণ সম্পাদক। তাঁর কাছে অবশ্যই খবর আরও বেশি থাকে। কারণ তিনি রাজনীতি করেন। তার কাছে যথেষ্ট তথ্য থাকে। সে তথ্যের ভিত্তিতেই তিনি বলেছেন। তবে এসব বিষয়ে আমাদের গোয়েন্দা বাহিনী সম্পূর্ণ সজাগ রয়েছে।’

ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বিএনপি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিএনপির এ আহ্বানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি দু-একটা লিফলেট বিতরণ করছে। জনগণ এগুলো গ্রহণ করছে না। আমরা আশা করবো, বিএনপি এগুলো বিতরণ থেকে সরে আসবে। বিএনপির এ আহ্বান ও প্রচারণার পরও ভোটার উপস্থিতি ভালো হবে।’

২০২৩ সালে দেশে ২০ জন নাগরিক বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশে একটা মানবাধিকার কমিশন রয়েছে, তারা কী বলে সেটা লক্ষ্য রাখবেন। বিদেশ থেকে কী বললো, কোথা থেকে কী বলল- তথ্যভিত্তিক কথা অনেক সময়ই আসে না।’