বছরের শেষ দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ড। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক হাজার ৭০৫ জনের। 

আজ রোববার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি বলছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫ জন ও ঢাকা সিটির বাইরে ৭১।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। 

এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। ঢাকায় এক লাখ আট হাজার ৭৩৩ এবং ঢাকার বাইরে দুই লাখ ১০ হাজার ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।