হবিগঞ্জে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

Looks like you've blocked notifications!
হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় বাধা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি : এনটিভি

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পুলিশসহ ১০ জন আহত হয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। এ ঘটনায় পুলিশের বিশেষ অভিযান চলছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ছাত্রদলের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।