সারা দেশে ২০ জনের করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!
করোনার নমুনা পরীক্ষার ফাইল ছবি।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার তিন দশমিক ৯৭ শতাংশ। এ সময় ৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মারা গেছেন। করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৩৩ জন। 

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।