সাকিবকে নির্বাচনে ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে আজ মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচনি সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

ক্রিকেটার সাকিব আল হাসানকে এবারের নির্বাচনে ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় প্রার্থীদের পরিচিতির সময় সাকিব আল হাসানকে দেখিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।  

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা রত্ন রয়েছে। সেটা হলো ক্রিকেটার সাকিব আল হাসান। সে নাকি ভালো বক্তৃতা করতে পারে না। তোমার বক্তৃতা দেওয়া দরকার নেই। তুমি শুধু চার ছয় মারবা আর বল করে উইকেট নিবা। আর ইলেকশানে ছক্কা মেরে আসবা। 

এ দিকে প্রার্থী পরিচয় করানোর সময় প্রধানমন্ত্রী রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। 

এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন। 

জনসভায় সভাপতিত্ব করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী শামীম হক।

এদিকে জনসভায় যোগ দিতে সকাল থেকেই রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে বাঁশি বাদ্যযন্ত্র বাজিয়ে মাঠে আসেন দলীয় সমর্থকরা। সঙ্গে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, মাসুদুল হক, সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর প্রমুখ।