নেত্রকোনায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

Looks like you've blocked notifications!
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট ব্রিজ এলাকায় রেললাইনে সতর্কতা। ছবি : এনটিভি

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট ব্রিজ এলাকায় রেললাইনের নাট-বল্টু খোলা থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা  থেকে রক্ষা পেল জারিয়াগামী ২৭২ ডাউন লোকাল ট্রেন। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

জারিয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, আজ সকালে ময়মনসিংহ-জারিয়া রেলপথের জারিয়া রেলস্টেশনের কাছে বালুঘাটা নামক স্থানে টহলরত আনসার সদস্যরা রেললাইনের ১৭ নং ব্রিজের উপর ৪০টি ডগপিন ও নাট-বল্টু খোলা অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি তাৎক্ষণিক পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান ও জারিয়া স্টেশন মাস্টার মনির হোসেনকে জানান। 

ওই সময় ময়মনসিংহ থেকে ২৭২ নং ডাউন ট্রেনটি জারিয়ার দিকে আসছিল। ট্রেনে শত শত যাত্রী ছিল। তখন ইউএনওর নির্দেশে স্টেশন মাস্টার মনির হোসেন ট্রেনের চালককে বিয়য়টি জানালে তিনি বালুঘাটা নামক স্থানে পৌছানোর আগেই ট্রেনটি থামান। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে ট্রেনের যাত্রী সাধারণ রক্ষা পায়। পরে রেললাইন মেরামতকাজ শেষ করে ট্রেনটি স্বাভাবিক গতিতে জারিয়া স্টেশনে পৌঁছে।

 এ বিষয়ে ইউএনও মো. খবিরুল আহসান বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় থাকেন। খবর পাওয়ার পর পরই বিষয়টি স্টেশন মাস্টারকে জানিয়ে ট্রেনটি থামানোর ব্যবস্থা করেছি। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত মেরামত করার অনুরোধ জানাই।  বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেললাইনের মেরামত কার্যক্রম শেষ হয়েছে।’  

এ ব্যাপারে নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ,এটি কোনো নাশকতা না। নাটব-ল্টু খোলার ধরন দেখে মনে হচ্ছে, বেশ কয়েক দিন আগেই এসব নাট-বল্টু খুলে থাকতে পারে। তার পরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।