মিলিটারি ডিক্টেটররা বারবার গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দি করেছে : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। ছবি : আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিলিটারি ডিক্টেটররা দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার বারবার হরণ করে ক্যান্টনমেন্টে নিয়ে বন্দি করে রেখেছিল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে না হতে পারে, সেজন্য অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। এ চক্রান্ত এখনও চলছে। এ চক্রান্ত মোকাবিলায় সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (৪ জানুয়রি) নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল। তারা সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমরা নিজের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি। আমাদের কেউ আর দাবিয়ে রাখতে পারবে না। আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছি।

শ্রমিকদের যাতে কষ্ট না হয় সরকার এ বিষয়ে সচেতন রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি দেশের সব পেশার মানুষের জীবন মান ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করছি। আমরা পোশাক শ্রমিকদের বেতন সাড়ে ১২ হাজার টাকা করে দিয়েছি। এটা বিশ্বের আর কোনো দেশ করতে পারেনি।

করোনাকালে বিনামূল্যে করোনার পরীক্ষা ও টিকার ব্যবস্থা সরকার করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের ধনী দেশগুলোও বিনা পয়সায় করোনার টিকা দিতে পারেনি। আমি বলেছি, সবাইকে বিনা পয়সায় টিকা দিতে হবে। যত টাকা লাগে লাগুগ। আমরা ওয়াদা করেছিলাম, দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। আমরা এটা করে দিতে পেরেছি। আমরা সেইভাবেই দেশকে এগিয়ে যাচ্ছি।

বিএনপির তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনে ইজরায়েলি বাহিনী যেভাবে হামলা করছে, বিএনপি ঠিক একইভাবে দেশের মানুষের ওপর হামলা করছে। তারা জাতীয় সম্পদ নষ্ট করছে।

প্রধানমন্ত্রী দেশের খাদ্য সংকট মোকাবিলায় সবাইকে চাষাবাদে মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। সব জমি আবাদ করে উৎপাদন বাড়াতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা দেশের দারিদ্র্যের হার কমিয়েছি। শিক্ষার হার বাড়িয়েছি। বিএনপির আমলে শিক্ষার হার কমেছে আর দারিদ্র্যের হার বেড়েছে। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কারণ তারা জ্বালাও পোড়াও আর মানুষ খুন ছাড়া দেশবাসীকে কিছু দিতে পারেনি। বিএনপি ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যায়। আমরা ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়। দুর্নীতি, দুঃশাসন আর মানুষ খুন হলো বিএনপির একমাত্র গুণ।