জ্বলছিল ট্রেন, জানালায় ঝুলে পুড়ছিল যাত্রী!
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দাউ দাউ করে জ্বলছিল আগুন। জানালা দিয়ে হয়ত বের হতে চেয়েছিলেন তিনি। কিন্তু, শেষ অবধি ভাগ্যের কাছে পরাজিত হয়ে মাথাসহ দুহাত বাইরে রেখে ঝুলে ছিলেন জানালায়। ঝুলে থেকে ট্রেনে সঙ্গে পুড়ছিলেন তিনব।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে এই আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। যদিও স্থানীরা বলছে, আগুন লেগেছে তারও বেশ কিছু আগে। এই আগুনের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ট্রেনটি যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন যাত্রীদের একজনকে দেখা যায় জানালা দিয়ে দুহাত বের করে ঝুলে পড়ে আছেন। বয়স সঠিক বোঝা না গেলেও যুবকটির বাঁচার অদম্য প্রচেষ্টা জানান দিচ্ছিল। দুহাত-মাথা বের করে ঝুলে থাকা মানুষটি ট্রেনে লাগা আগুনে জ্বলতে থাকে। লেলিহান শিখা তাকে ভষ্ম করে দিচ্ছিল। এক সময় ওপর থেকে আরও কিছু খসে পড়ে তার পিঠে। এমন দৃশ্য মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে তখন কাজ করছিল ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট, যদিও প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দুটি। তাদের আপ্রাণ চেষ্টায় আগুনের প্রকোপ রাত ১০টা নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখনও মেলেনি ওই যুবকের পরিচয়। এমন সময় প্রায় আট থেকে ১০ জন আহতকে বের করতে দেখা যায়। ফায়ার সার্ভিসের তথ্যমতে তখনও নিহতের সংখ্যা ছিল এক, পরে তা বেড়ে দাঁড়ায় চারজনে। তবে, ফায়ার সার্ভিস কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতাহতের মোট সংখ্যা তখনও জানা যায়নি। কারণ, এ সময় পর্যন্ত চলছিল আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার অভিযান।