নিয়ন্ত্রিত নির্বাচনের জন্য সরকারকে চরম মাশুল দিতে হবে : জাপা চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘নিয়ন্ত্রিত নির্বাচনের জন্য সরকারকে চরম মাশুল দিতে হবে। সরকার যেখানে যাকে দরকার মনে করেছে, তাকেই জয়ী করে এনেছে। আমার বিশ্বাস এ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না।’

জি এম কাদের আজ সোমবার (৮ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকা রংপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী জাপা প্রার্থীদের ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ করেন জি এম কাদের। শপথ নেওয়া ও সংসদ অধিবেশে যোগ দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখনও সময় আসেনি। তবে এ নির্বাচনে আমরা আসতে চাইনি। আমাদের বলা হয়েছিল, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সরকার তাদের দেওয়া অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ ভোট দেয়নি। আমি যতটুকু জানি, ১০ থেকে ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বাকি ভোট নৌকার প্রার্থীর লোকেরা নিজেরাই সিল মেরে বাক্স ভরে নিয়েছে। সরকার সমর্থিত মিডিয়া নির্বাচনে ভোট বেশি হয়েছে বলে প্রচার করেছে। যেখানে সরকার সুষ্ঠু ভোট করা প্রয়োজন মনে করেছে, সেখানেই সুষ্ঠু ভোটের আয়োজন করেছে। বাকি সব জায়গায় সরকার কারচুপির ভোট করেছে।’