প্রতিপক্ষের বাড়িঘরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ

Looks like you've blocked notifications!
ঝিনাইদহে সোমবার বাড়িঘরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটে। ছবি : এনটিভি

ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গতকাল সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত ৭টা পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। 

নির্বাচনে বিজয়ী নৌকা প্রতীকের সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। একইসঙ্গে ভোট কারচুপির অভিযোগে ফলাফল স্থগিত করে ২১ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান তিনি।

সোমবার দিনভর শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর, আবাইপুর, উমেদপুর দুদুসরসহ বেশ কয়েকটি ইউনিয়নে তাণ্ডবের খবর পাওয়া যায়। উমেদপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মেম্বার আবুবকরের বাড়িতে হামলা হয় সকাল ৮টার দিকে। তিনি অভিযোগ করেন, ‘রোববার ভোটের ফলাফল ঘোষণার পর বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর শুরু হয়েছে। ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।’

নির্বাচনে বিজয়ী নৌকার প্রতীকের প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন মেম্বার আবুবকর।

একই গ্রামের সিরাজ ও তার স্ত্রী শিউলি স্বতন্ত্র ট্রাক প্রতীকের এজেন্ট ছিলেন। তারা অভিযোগ করে বলেন, ‘নৌকার লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে সব কিছু লুট করে নিয়ে গেছে। এখন ঘরে খাবার নেই।’

শৈলকুপা উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সিকদার কলেজের শিক্ষক আশরাফ আলী ফারুকী ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে।

আশরাফ আলী ফারুকী অভিযোগ করে বলেন, তাকে বেদম প্রহার করেও হামলাকারীরা খান্ত হয়নি। প্রকাশ্যে কান ধরে, নাকে খত দিতে বাধ্য করা হয়েছে তাকে। তার স্ত্রী পলি খাতুনকে মারধর করা হয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে না পেরে মাগুরায় যাচ্ছেন তারা।

এভাবে খাসবকদিয়া, বন্দে খালী, কাশিপুর কাচের কোল শৈলকুপা পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের বাড়িঘরে হামলা, লুটের পাশাপাশি অনেককে মারধর করা হচ্ছে।  

এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। গোটা উপজেলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। গ্রামে গ্রামে টহল জোরদার করা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে। তবে থানায় এখনও মামলা হয়নি।’

নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই এক বিজ্ঞপ্তিতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, যারা সহিংসতার সঙ্গে জড়িত হবে, তাদের দায়দায়িত্ব নেওয়া হবে না। 

শৈলকুপা উপজেলার পরিবেশ শান্ত রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান বিজয়ী প্রার্থী আব্দুল হাই।