আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় : অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভাল। নিট বা গ্রস—উভয় হিসাবেই বাংলাদেশ ভালো অবস্থায় আছে। কিন্তু, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রিজার্ভের যে লক্ষ্যমাত্রা দিয়েছে, সেটা আমরা পূরণ করতে পারিনি। এটা পূরণ করা সম্ভব নয়। 

সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের লক্ষ্যমাত্রা কখনও পূরণ করা যাবে না। দেশে যত প্রবাসী আয় আসে, তা দ্বিগুণ করা সম্ভব। এত টালমাটাল পরিস্থিতির পরও দেশের রিজার্ভ ২৫ থেকে ২৬ বিলিয়ন ডলার। এ বছর আমরা তা কোনোভাবেই ৩০ বিলিয়ন ডলারের নিচে নামতে দেব না। এটা সম্ভব।’

ব্যাংকের সুদহার আবার বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সুদহার বাড়ছে, তা ঠিক। ব্যাংকে সুদহার যখন বেঁধে দেওয়া হয়েছিল, সে সময় ছোট, মাঝারি, এমনকি বড় প্রতিষ্ঠানগুলোর পক্ষে বেশি সুদ দেওয়া সম্ভব ছিল না। এরপর খেলাপি ঋণ বেড়ে গেলে ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে আমরা তা বাড়তে দিইনি। কিছু ক্ষেত্রে অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে পত্রিকা থেকে জেনেছি, তা থাকবে না।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিতে এখনও অনেক অনাবিষ্কৃত খাত আছে। এগিয়ে যেতে হলে আমাদের সেগুলো কাজে লাগাতে হবে। বাংলাদেশকে আরও অনেক দূর যেতে হবে, সেটা সম্ভব।’