নৌকার পক্ষে নির্বাচনের জের

স্বেচ্ছাসেবক লীগনেতার পরিবারে হামলার অভিযোগ 

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহত বাসেদ খানসহ পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও সেচ্ছাসেবক লীগ সভাপতির পরিবারে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শিলইয়ের মধ্যকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসেদ খানসহ (৪১) তাঁর স্ত্রী মালা বেগম (৩৫), ছেলে সামির খান (১৫) ও মেয়ে মরিয়ম আক্তার জয়া (২২) আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ী কাঁচি প্রতীকের প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগনেতা বাসেদ খান নৌকার সমর্থক ছিলেন। এ ঘটনায় তাঁর সঙ্গে স্থানীয় স্বতন্ত্রপ্রার্থী কাঁচি প্রতীকের সমর্থকদের বিরোধ চলছিল। আজ বিকেলে  আকস্মিক স্বতন্ত্রপ্রার্থীর স্থানীয় সমর্থক আনিস মিঝির নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল বন্দুক, দা, চাইনিজ কুড়াল নিয়ে বাসেদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাসেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী, ছেলে ও মেয়েকেও তারা কিল-ঘুষি মারে।  পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাসেদ খান বলেন, নৌকার নির্বাচন করে এ ধরনের নৃশংস বর্বরতার শিকার হলাম। এলাকার নৌকার সমর্থক অন্যরাও নিরাপত্তাহীনতায় রয়েছে। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিলই হামলার ঘটনার খবর পেয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।