শপথের পর যা বললেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে একটি আসনের ফল প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আর আজ বুধবার (১০ জানুয়ারি) শপথ নিলেন ২৯৮ নবনির্বাচিতরা। শপথ নেওয়ার পর প্রাথমিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।
নবীন এবং প্রবীনের সমন্বয়ে কেবিনেট গঠন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নবীন-প্রবীনের সমন্বয় থাকবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন না, সংসদ যখন চলবে, কোনটা নরম কোনটা শক্ত, সেটা তখন বোঝা যাবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সংসদের নেতা নির্বাচিত করা হয়েছে, উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে, স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীকে আমাদের সহকর্মীরা আবারও সমর্থন করেছে।
এদিকে বিরোধীদলের বিষয়ে কথা বলেছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর পার্লামেন্টে যে নিয়মগুলো অনুসরণ করা হয়, তারই আলোকে সংসেদর বিরোধীদল ঠিক করা হবে। আর কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বিরোধীদল হিসেবে কোনো প্রস্তাব পাইনি। জাতীয় পার্টির সঙ্গে জোট করার কোনো আলোচনাও হয়নি। এ কে আজাদ বলেছেন, আমরা যারা স্বতন্ত্রপ্রার্থী ছিলাম, আমরা একজন আরেকজনের সঙ্গে পরিচিত হয়েছি। আমরা এখনও কোনো সিদ্ধান্তে আসিনি। যেহেতু আমরা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে আছি, ইচ্ছে করলেই তো আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে তারপর আমরা যেকোনো সিদ্ধান্ত নেব।
রাশেদ খান মেমন বলেন, এখন আমাদের কাজ হবে কার্যকরভাবে এই সংসদকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সামনে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়নের যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোকে সামনে নিয়ে যাওয়া।
ব্যারিস্টার সুমন জনতার আশা-আকাঙ্খা পূরণে ইতিবাচক কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা আশা করি, যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদের সংসদে পাঠিয়েছেন, এটা আমরা পূরণ করতে পারব। আর সাকিব আল হাসান বলেন, টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। দীর্ঘমেয়াদী কাজ করার যদি সুযোগ পাই, কাজ করার যদি সুযোগ হয় ভালোভাবে, ইনশাল্লাহ, মানুষ যেহেতু আমাকে সেই সুযোগটা দিয়েছে।