রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

Looks like you've blocked notifications!
নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামে কৃষি জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন। ছবি : এনটিভি

নেত্রকোনার আটপাড়ায় রবি মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামে কৃষি জমিতে এ চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান কৃষকের জমিতে কর্মসূচি উদ্বোধন করেন। ধানের চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মো. খায়রুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকুর আহমদ, ওমর ফারুক তুহিন, উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ খান প্রমুখ।