২৩ বছর পর মন্ত্রী পেল ভৈরববাসী

Looks like you've blocked notifications!
বিসিবি সভাপতি, কিশোরগঞ্জ-৬ আসনের সদস্য নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় ভৈরবে আনন্দ মিছিল। ছবি : এনটিভি

২৩ বছর পর মন্ত্রী পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে ভৈরববাসী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবার মন্ত্রী হয়েছেন। তাঁকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথের পর থেকে আতশবাজি ফোটানোর মুহুর্মুহু শব্দ আর সোস্যাল মিডিয়ায় চলছে কৃতজ্ঞতা জ্ঞাপন আর অভিনন্দনের সমারোহ।

আজ শুক্রবার দুপুরে (১২ জানুয়ারি) সেই আনন্দেরই ধারাবাহিক প্রকাশ ঘটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে। উপজেলা ও পৌর আওয়ামী লীগ স্থানীয় সরকারি কে বি পাইলট হাইস্কুল মাঠে এই আয়োজন করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নিজ নিজ ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে অংশগ্রহণ করে।

আনন্দ মিছিলের আগে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

এ সময় নেতাকর্মীরা নাজমুল হাসান পাপনকে মন্ত্রিত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, প্রধানন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগ্রণী ভূমিকা পালন করবেন নাজমুল হাসান পাপন।

২০০৯ সালে বাবা জিল্লুর রহমান দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাঁর ছেঁড়ে দেওয়া আসনে উপনির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পাপন। পরে ২০১৪, ২০১৮ ও সদ্য সমাপ্ত ২০২৪ সালের ৭ জানুয়ারি চতুর্থবার নির্বাচিত হয়ে প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।