তেজগাঁওয়ের বস্তিতে আগুনে পুড়ল ৩০০ ঘর

রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুজনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, এ আগুনে প্রায় ৩০০টির মতো ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ কিংবা শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে থাকে। এ বস্তিতেও একই কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তবে আমরা তদন্তের মাধ্যমে জানতে পারব, আসলেই কী কারণে আগুন লেগেছে। এ ঘটনায় দুজন মারা গিয়েছেন এবং ৩০০টি ঘর পুড়েছে।’
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন শিশু। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বস্তিতে আগুন লেগে যায়। এ সময় অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। তাদের ধারণা, নিহতরা ঘুমন্ত অবস্থায় ছিল বলেই বের হতে পারেননি।