স্মার্ট নাগরিক গড়তে আধুনিক শিক্ষা কারিকুলাম নিশ্চিত করা হবে :  শিক্ষামন্ত্রী নওফেল

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

স্মার্ট নাগরিক গড়ার জন্য আধুনিক শিক্ষা কারিকুলাম নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মহিবুল হাসান নওফেল।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন শিক্ষামন্ত্রী নওফেল বলেন, ‘দক্ষ ও কর্মমুখী শিক্ষাকে আমরা গুরুত্ব দেবো। প্রত্যেকের মতামতকে আমরা গুরুত্ব দেবো। প্রয়োজনে কারিকুলামে পরিবর্তন আনা হবে।’  

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ প্রথমবার সচিবালয়ে এলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।