নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিহত যুবলীগনেতা শাহিদুজ্জামান পলাশ। ছবি :  এনিটিভি

নোয়াখালীর সোনাইমুড়ীতে শাহিদুজ্জামান পলাশ (৩৫) নামে এক যুবলীগনেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশেই পড়েছিল তাঁর রক্তাক্ত মরদেহটি। গতকাল শনিবার রাতে নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামে তাঁর নিজ বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত পলাশ ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, নিহত পলাশ দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের কাঁচি প্রতীকের পরাজিত স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিকের পক্ষে কাজ করেছিলেন। তিনি স্থানীয় মির্জানগর কেন্দ্রে কাঁচি প্রতীকের প্রার্থীর এজেন্টও ছিলেন।

মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে সোনাইমুড়ী থানা পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মুর্শেদ আলম বলেন, ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগনেতা শাহিদুজ্জামান পলাশকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমি এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। খুনি যে দলেরই হোক শাস্তি তাকে পেতেই হবে। আমি নিহত পলাশের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে কোনো নিরীহ লোক যেন প্রশাসনের দ্বারা হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।