করোনায় আরও ৩৬ জন আক্রান্ত

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ফাইল ছবি এনটিভির

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৩৫ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৮ জনেই রইল। 

আজ সোমবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭২ জন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনার পরীক্ষা করা হয়েছে ৬৪৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।