হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

Looks like you've blocked notifications!
পাগলা থানা। ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে হারুন অর রশিদ (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছেন রুবেল মিয়া (৩৮) নামে এক আওয়ামী লীগকর্মী। আজ সোমবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এই ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বলে জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রুবেলকে আটক করে ব্যাপক মারধর করে এবং এবং তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে  পাগলা থানা পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

নিহত হারুন অর রশিদ ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। তিনি গয়েশপুর বাজারের কাছেই গ্রামে বসবাস করতেন। দীর্ঘ দিন ধরে সেখানেই তিনি ফিরোজা হোমিও হল নামে চিকিৎসাপ্রতিষ্ঠানে হোমিও চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। ঘাতক রুবেল একই ইউনিয়নের নেওকা গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক শাহাব উদ্দিনের ছেলে।   

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বলেন, ঘাতক রুবেলকে আটক করা হয়েছে। সে এই মুহূর্তে অচেতন অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।