চেম্বার আদালতের আদেশ

এমপি ওয়াহেদের নিউগিনির নাগরিকত্ব ইস্যুতে আপাতত তদন্ত নয়

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না সেটি নিয়ে আপাতত তদন্ত নয় বলে জানিয়েছেন চেম্বার জজ আদালত। আজ সোমবার (১৫ জানুয়ারি) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।  

এর আগে বুধবার (১০ জানুয়ারি) ময়মনসিংহ-১১ আসনের নৌকার প্রার্থী কাজিমুদ্দীন আহমেদের হয়ে ব্যারিস্টার তানজীব উল আলম এ বিষয়ে একটি রিট পিটিশন দায়ের করেন। 

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সেদিন এ রিট আবেদনের প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন। একইসঙ্গে আব্দুল ওয়াহেদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া, গেজেট প্রকাশ কেনো অবৈধ হবে না জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। 

যদি প্রমাণ হয় উনি পাপুয়া নিউগিনির নাগরিক তবে তার সংসদ সদস্যপদ চলে যাবে জানিয়ে ব্যারিস্টার তানজীব উল আলম বলেন, পাপুয়া নিউগিনির নাগরিক হলে তিনি বাংলাদেশেরই নাগরিক নন। এ ক্ষেত্রে তার সংসদ নির্বাচনও বৈধ নয়।