শীতে কাঁপছে পঞ্চগড়, রাতে বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা

Looks like you've blocked notifications!
পঞ্চগড়ে ঘন কুয়াশায় ছেয়ে গেছে পুরো জেলা। ছবি : এনটিভি

পৌষের শেষে এসে পঞ্চগড়ে ঘন কুয়াশার আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ পড়েছে বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক আট ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছে না। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, ‘টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়া এবং এর আশপাশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। গতকাল সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আর আজ মঙ্গলবার তাপমাত্রা ১০ দশমিক আট ডিগ্রি রেকর্ড করা হয়েছে।’