লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
যেসব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নেই, সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিজেরাই বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দাবি করে পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
গত ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করতে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পাঁচ বছরের শিশু আয়ানকে। সপ্তাহখানক পর ৭ জানুয়ারি শিশু আয়ানকে মৃত্যু ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্ত, এই মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি বলে অভিযোগ করে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতালের বিরুদ্ধে মামলা করে আয়ানের পরিবার। প্রাথমিকভাবে হাসপাতালের লাইসেন্স বাতিল করে তদন্ত কমিটি করে স্বাস্থ্য অধিদপ্তর।
মামলার এক সপ্তাহ পর আসামিদের গ্রেপ্তারের দাবি নিয়ে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে আসে আয়ানের পরিবার। আয়ানের স্বজনরা বলেন, ‘আয়ানকে আমরা আর ফিরে পাব না, কিন্তু দোষীদের শাস্তি হলে আমরা স্বস্তি পাব।’ স্বাস্থ্যমন্ত্রীর কাছে দোষীদের দ্রুত শাস্তি দাবি করে তারা।
স্বাস্থ্যমন্ত্রী আয়ানের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, ‘ঘটনাটি খুবই স্পর্শকাতর। তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর অবশ্যই দোষীদের উপযুক্ত শাস্তি হবে।’
এ সময় দেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক বন্ধ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন, ‘দেশে আট হাজার বেসরকারি মেডিকেল হাসপাতাল এবং ৯ হাজার ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রয়েছে। এসব অবৈধ হাসপাতাল এবং ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিগগিরই মাঠে নামবে স্বাস্থ্য অধিদপ্তর।’