ফরিদপুর সদরে এ কে আজাদের শীতবস্ত্র বিতরণ

Looks like you've blocked notifications!
ফরিদপুর সদর উপজেলায় শীতবস্ত্র  বিতরণ করছেন নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ। ছবি : এনটিভি

ফরিদপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদের নিজস্ব প্রতিষ্ঠান হামিম গ্রুপের অর্থায়নে সদর উপজেলায় শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ডিক্রিরচর ইউনিয়নে এক হাজার পরিবারের মধ্যে এবং দুপুরে ফরিদপুর পৌরসভার ১৭, ১৮, ১৯ নং ওয়ার্ডে ৬০০ দরিদ্র অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এ কে আজাদ বলেন, সন্ত্রাসের কাছে ফরিদপুরের মানুষ এত দিন ছিল অসহায়ের মতো। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এ বিজয় আমার একার নয়, এ বিজয় আপনাদের সবার।

শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য এবং এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিপুল ঘোষ।

পৌরসভার ১৭নং ওয়ার্ডের রেল স্টেশন বাজারে ওয়ার্ড কাউন্সিলর জলিল শেখের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

ডিক্রিরচর ইউনিয়নে চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল, আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল প্রমুখ।