৪০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

Looks like you've blocked notifications!
ঝিনাইদহ সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ এই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ছবি : বিজিবি

ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে ৪০টি স্বর্ণবারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ বুধবার (১৬ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।

আটক চোরাকারবারি রিমন হোসেন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া  গ্রামের হযরত আলীর ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, তাঁরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারিরা মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাবে। সকাল সাড়ে ৮টায় সীমান্ত পিলার ৫২/১৮-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহিদুল মণ্ডলের বাঁশবাগানের মধ্যে দুটি পৃথক স্থানে অ্যাম্বুশ নিয়ে বসে থাকে বিজিবি সদস্যরা। এরপর তাঁরা দেখতে পান দুজন চোরাকারবারি হেঁটে সীমান্তের দিকে যাচ্ছেন। বিজিবির অভিযানিক দল তাদের চ্যালেঞ্জ করলে তাঁরা তাদের সঙ্গে থাকা একটি সাদা কাপড়ের বেল্টসদৃশ্য বস্তু ভুট্টাক্ষেতে ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে অভিযানিক দল তাদের পিছু ধাওয়া করে। চোরাকারবারিদের মধ্যে একজন ঘন কুয়াশার সুযোগে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান এবং অপর চোরাকারবারি রিমনকে আটক করতে সমর্থ হয় অভিযানিক দল।

বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ আরও জানান, চোরাকারবারিদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতরে খাকি রঙের কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের বারের মূল্য প্রায় চার কোটি ছয় লাখ টাকা।

আটক আসামিকে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।