মোংলায় বৃষ্টি ও বাতাসে প্রচণ্ড শীতে নাকাল জনজীবন

Looks like you've blocked notifications!
মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় বৃষ্টিতে পানি জমে গেছে। ছবি : এনটিভি

মোংলায় শীতকালের বৃষ্টি-বাতাসে প্রচণ্ড ঠান্ডায় নাকাল জনজীবন। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ধীরে ধীরে তা বাড়ছে।

শীতকালের এই বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় বেশ পানি জমে গেছে। তাই এই বৃষ্টি-বাতাসে প্রচণ্ড শীতে নাকাল হয়ে পড়েছে সাগর ও সুন্দরবন উপকূলের বাসিন্দারা।

ভোর থেকে কুয়াশা আর বাতাসে শীতে জবুথবু অবস্থার মধ্যে সন্ধ্যায় বৃষ্টি নামায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। 

পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটের ড্রাম ব্যবসায়ী মো. জুলফিকার আলী বলেন, ‘গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজ সকালেও প্রচণ্ড শীত উপেক্ষা করে দোকান খুলেছি। বেচা-বিক্রি ভালো না, তার উপর সন্ধ্যায় নামল বৃষ্টি। তাই দোকান খুলে বসে থেকে লাভ নেই, বাড়ি চলে যাচ্ছি।’

মামার ঘাটের ট্রলার মালিক ও চালক মো. বাদল হোসেন বলেন, সকাল থেকে সূর্যের দেখা নেই, প্রচণ্ড শীত, পেটের দায়ে ভোর থেকে যাত্রী পারাপার করছি। কিন্তু সন্ধ্যায় বৃষ্টি শুরু হওয়ায় আর যাত্রী তেমন আসছে না। তাই অনেকটা অলস বসে আছি।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, মাঘ মাসের শুরু থেকেই মোংলা উপকূলের আকাশ মেঘাছন্ন রয়েছে। আজ সন্ধ্যায় এ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এ বৃষ্টি সারারাত হয়ে থেমে যাবে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে। তখন দিনে তাপমাত্রা বাড়লেও রাতে কমবে।

এদিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এতে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, শীতের কারণে হাসপাতালে শিশু ও বয়স্করা বেশি আসছে। তবে তাদের পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হচ্ছে না।