স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জুটন মিয়া। ছবি : এনটিভি

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে ও ডিএমপি কমিশনারের ছোটভাই হিসেবে নিজের পরিচয় দিয়ে আসছিলেন জুটন মিয়া। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার জুটন মিয়া থাকেন ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। এসব পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণা করছিলেন। প্রতারণার কারণে তার বিরুদ্ধে প্রতারণার মামলাও হয়। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু, জুটন ছিলেন পলাতক। অবশেষে তাকে ঢাকা মহানগর পুলিশের হাজারীবাগ থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

গত বুধবার কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদ বলেন, ‘প্রতারক জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি দেখিয়ে আ. রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে রাজ্জাক সিলেটে মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মামলা করেন। আদালত আসামি জুটনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।’

নূর মোহাম্মদ আরও জানান,  জুটনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।