বান্দরবানে সড়ক দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু, আহত ১০

Looks like you've blocked notifications!
বান্দরবানের রুমায় পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড় থেকে গভীর খাদে পড়ে গেলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছবি : এনটিভি

বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়া-কেওক্রাডং সড়কে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। একইসঙ্গে আরও ১০ জন পর্যটক আহত হয়েছেন। হতাহতরা সবাই নারী। আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার দার্জিলিং পাড়া-কেওক্রাডং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী পিকআপটি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। ওই পিকআপে ১২ জন নারী পর্যটক ছিলেন। দুর্ঘটনায় দুই নারী পর্যটক নিহত হন। আহত ১০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত দুই পর্যটক হলেন—নারীর চোখে বিশ্ব দেখা সংগঠনের ফিরোজা খাতুন (৫০) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী জয়নব খাতুন (২৪)।

আহত ১০ জনের মধ্যে আছেন ঢাকার আন্জুমা হক (৩৫), কুমিল্লার ডা. জবা রায় (৪৫), কুষ্টিয়ার মাহফুজা ইসলাম রুপা (৪৫), আমেনা বেগম (৬০), স্বর্ণা (২৩), তাহমিনা তানজীম তালুকদার (১৯), ইতু মাহফুজা (১৬) ও তাননিম (৩৪)।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, ঢাকা থেকে ৫৮ জনের পর্যটকের একটি দল বান্দরবান আসেন। শুক্রবার তারা পাঁচটি জিপগাড়িতে করে কেওক্রাডং ভ্রমণে যান। সেখানে একদিনের ভ্রমণ শেষে কেওক্রাডং থেকে শনিবার জেলা সদরে ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় জিপগাড়িটি খাদে পড়ে যায়।

এর আগে ঘটনার পরপরই রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানিয়েছিলেন, ঢাকা থেকে ৫০জন পর্যটকের একটি দল চারটি পিকআপে করে শুক্রবার কেওক্রাডং গিয়েছিলেন। শনিবার ফেরার সময় দার্জেলিং পাড়া এলাকায় ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপটি গভীর খাদে পড়ে যায়।