জাপাকে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে ধ্বংসের চেষ্টা করা হয়েছে : জি এম কাদের 

Looks like you've blocked notifications!
জাপা চেয়ারম্যান জি এম কাদের আজ শনিবার রংপুরের সেনপাড়ায় নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি : এনটিভি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তার দল দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। দলটিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। যদিও দলটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জি এম কাদের আজ শনিবার (২০ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের এসব কথা বলেন জি এম কাদের। 

বিরোধীদল প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, বিরোধীদলের নেতা বা অন্যকিছু পদ-পদবি নির্ধারণ করা স্পিকারের আওতাধীন। তিনি বলেন, জাতীয় পার্টির সংসদীয় দল থেকে আমাকে বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং চিফ হুইপ হিসেবে মজিবুল হক চুন্নুর নাম আমরা প্রস্তাব করে একটা রেজুলেশন নিয়েছি। সেটা আমরা স্পিকারের কাছে পত্র মারফত পেশ করেছি।

জাতীয় পার্টি জনগণের রাজনীতি করে উল্লেখ করে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। দলটিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়াব। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।