দুদিন কালো পতাকা মিছিল করবে এলডিপি

Looks like you've blocked notifications!
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) লোগো 

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি রাজধানীসহ দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

আজ রোববার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন এলডিপির প্রেসিডেন্ট।

বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হলো।

অলি আহমদ বলেন, ‘এদেশ আমাদের সবার, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।’