জাতীয় পার্টি এবারও বিরোধী দল হিসেবেই থাকবে : জি এম কাদের

Looks like you've blocked notifications!

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এবারের সংসদে বিরোধী দল কে হবে তা নিয়ে দেশ এবং দেশের বাইরে আলোচনা চলছে। জাতীয় পার্টি গত সংসদেও বিরোধী দল ছিল, এবারও বিরোধী দল হিসেবেই থাকবে। রংপুরে আজ রোববার (২১ জানুয়ারি) এসব কথা বলেন তিনি। 

জি এম কাদের বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দল হবে রাজনৈতিক দল, কোনো গ্রুপকে বিরোধী দল করা উচিত হবে না। কারণ, স্বতন্ত্র হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, তাদের অনেকেই সরকার দলের পদ-পদবিতে রয়েছেন। অন্যরা সরকারের সমর্থনে হয়েছেন। কাজেই তারা বিরোধী দল হলে সরকারের সমালোচনা করবেন কীভাবে?

পণ্যের মূল্য বৃদ্ধিবিষয়ক এক প্রশ্নের উত্তরে জাপা চেয়ারম্যান বলেন, আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছিলাম। একমাত্র আমার সময়ে রমজান মাসেও মূল্য বৃদ্ধি হয়নি। বর্তমানে সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি বেড়েছে। এ ব্যাপারে সরকারের কঠোর হওয়া প্রয়োজন।

রংপুর সিটি করপোরেশনের মেয়র জাতীয় পার্টির হওয়ায় বরাদ্দ কমেছে উল্লেখ করে জি এম কাদের বলেন, আমাদের রাজনীতিতে একটা ট্রেডিশন হয়েছে, তা হলো সরকারের বাইরে থাকলে আস্তে আস্তে দল দুর্বল হয়ে যায়। যারা সরকারে থাকেন তারাই দুর্বল করে দেন, কাজ করতে দেওয়া হয় না। সরকারের বাইরে থাকলে আমাদের বরাদ্দ দেওয়া হবে না, নানানভাবে আমাদের ছোট করা হয়ে থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে আন্দোলনে যাবে জাতীয় পার্টি।

তিন দিনের সফরে গতকাল শনিবার নিজ নির্বাচনি এলাকা রংপুরে জি এম কাদের আজ রোববার দুপুরে সিটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমাদের ধান-চালের পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরও কেন অযৌক্তিকভাবে দাম বাড়বে? জনগণ খুব কষ্টে আছে।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি এম এম ইয়াসির, সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।