ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩

Looks like you've blocked notifications!
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকিরমোড় চেরুমন্ডল ব্রিজের কাছে দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি : এনটিভি

ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকশা চালকসহ আরও চারজন। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকিরমোড় চেরুমন্ডল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি মাকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০) তার ৩ বছরের কন্যা আদিবা এবং গোড়শাইল এলাকার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল চন্দ্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মুক্তাগাছা থেকে একটি ট্রাক বেপরোয়াগতিতে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় মুক্তাগাছাগামী যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে মু্‌ক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদ জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটো জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।