শৈত্যপ্রবাহে পরিবর্তন এলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সূচিতে

Looks like you've blocked notifications!

সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। এতে নাকাল জনজীবন। শিশুদের জন্য স্কুলে যাওয়াটাও যেন দায়। এরইমধ্যে স্কুল ছুটির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছিলেন অভিভাবকরা। আর আজ সোমবার (২২ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের সূচিতে এলো পরিবর্তন। আগামীকাল থেকে ৯ দিনের জন্য ক্লাস শুরু হবে সকাল ১০টায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনা থেকে সূচি পরিবর্তনের তথ্য জানা গেছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। নির্দেশনায় আরও বলা হয়, ইতিপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারি করা ১৬ জানুয়ারিতে দেওয়া নির্দেশনা বহাল থাকবে।