ডেঙ্গুতে আরও ২৪ জন আক্রান্ত

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ড। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২৪ জন আক্রান্ত হয়েছে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন ঢাকার ও ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশে মোট ১৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৮ জন ও ঢাকার বাইরে ৯৫ জন ভর্তি রয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯০৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩১৭ জন এবং ঢাকার বাইরে ৫৯০ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৫০ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ২৬১ জন ও ঢাকা সিটির বাইরে ৪৮৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে ছুটি পেয়েছে ৩২ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৫ জন ও ঢাকা সিটির বাইরে ২৭ জন।