রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। ছবি : এনটিভি

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সহায়তার প্রস্তাব দেন।

বৈঠক শে‌ষে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ব‌লেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জানিয়েছেন— রোহিঙ্গা ও আশ্রয়দাতা  সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের দেবে। বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সহজশর্তে ঋণ হিসেবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলেছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, আমি এখনো পর্যন্ত অবগত নই। পরবর্তীতে জানানো হবে।

উগান্ডা সফরের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, উগান্ডায় জমি লিজ নিয়ে তুলা ও পামওয়েল চাষের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি বাণিজ্যিক দল দেশটিতে যেতে পারে।