ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২০ জন

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ড। ফোকাস বাংলার ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৭ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সাতজন ঢাকায় ও ১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে সর্বমোট ১৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০ জন এবং ঢাকার বাইরে ৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৪ সালের এক জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯২৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২৪ জন ও ঢাকার বাইরে ৬০২ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৮১ জন।