চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সারা দেশে ঘন কুয়াশা হতে পারে

Looks like you've blocked notifications!

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের বাকি অংশে প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকলেও অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পুরো দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা ঢেকে যেতে পারে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহণ এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। ফলে ভ্রমণকারী এবং যাত্রীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সর্বশেষ আবহাওয়ার প্রতিবেদনের সঙ্গে আপডেট থাকতে এবং ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।