প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

Looks like you've blocked notifications!
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে দুবাই প্রবাসী মিজান মীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ছবি : এনটিভি

মাদারীপুরে দুবাই প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দিনগত গভীর রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে মিজান মীরের বাড়িতে এই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মিজান মীর দীর্ঘদিন ধরে দুবাই থাকেন। তিনি ওই গ্রামের মোতালেব মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেন মিজান মীর। দেশে আসার সময় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়িতে আসেন। এই খবরে গতকাল দিনগত রাতে তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাড়িঘর ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ সময় বাধা দিলে পিটিয়ে আহত করা হয় মিজানের স্ত্রী সুমি বেগমকে। পরে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী মিজান মীর বলেন, ‘শাজাহান, জলিল ও এমদাদসহ বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। আমি এর বিচার চাই। আমি আমার খোয়া যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।’

আহত মিজানের স্ত্রী সুমি বেগম বলেন, ‘একসঙ্গে ৮ থেকে ১০ জন লোক ঘরের ভেতর প্রবেশ করে। পরে সবকিছু তছনছ করে মালামাল নিয়ে যায়। বাধা দিলে আমাকে পিটিয়ে আহত করে তারা। আমি এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’