মুক্তি পেলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা
১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কারামুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত রোববার হাইকোর্ট থেকে জামিন পান সৈয়দ এহসানুল হুদা। মুক্তির প্রয়োজনীয় কাগজপত্র বিলম্বিত হওয়ায় তিনি এই কয়েকদিন কারাগারে ছিলেন বলে অভিযোগ তার।
গত ১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গোয়েন্দা পুলিশ ১২ দলীয় জোটের এই সমন্বয়ককে গ্রেপ্তার করে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ কারাগার থেকে সৈয়দ এহসানুল হুদা যখন বের হন, তখন জেলগেটে জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোট নেতারা উপস্থিত ছিলেন।